কষ্ট, আমি তোমার সাথেই ছিলাম আজও আছি ,
কষ্ট, আমি তাইতো তোমায় আকড়ে ধরে বাঁচি।
কষ্ট, তোমায় সব সময়ই ভেবেছি মোর সাথি ,
কষ্ট, আজও তাইতো আমি নিজে নিজেই হাসি ।
কষ্ট, যেদিন আমায় তুমি ছেড়ে যাবে দূরে ,
মিস করব তোমায় আমার সকাল সন্ধ্যা ভোরে।
তোমার রঙ নীল কেন হয়? আমার প্রিয় বলে?
তাইতো ভাবি তোমায় আমায় কেন এতো মেলে।
কষ্ট তোমার স্পর্শে যখন আসে চোখে জল,
বুঝি তুমিই চির সাথি হারাবে না অতল।
কষ্ট তুমি ভাবছ... আমি কত্ত বোকা
তবুও তোমায় আঁকড়ে থাকি... জানি, পালাবে না দিয়ে ধোঁকা।